আউলিয়ায়ে কেরামের পথেই রয়েছে খোদা প্রাপ্তির পথ

হযরত মাহবুবে সুবহানী গাউসে ছমদানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রা.) এর শানে গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার নগরের ওয়ার্লেস কলোনীর টিএন্ডটি মাঠে বাদে মাগরিব হতে সারারাতব্যাপী বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান ছিলেন খলিল ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা অলিয়ে কামেল, শাহসুফি হযরত সৈয়দ মওলানা আহামদুল হক শাহ খলিল ভান্ডারী (রহ.) প্রকাশ আহামদ শাহ এর সুযোগ্য আওলাদ ও খলিল ভান্ডার দরবার শরীফের পীর সাহেব হযরত শাহসুফি সৈয়দ মুহাম্মদ মওলানা নিজাম উদ্দিন শাহ খলিল ভান্ডারী (ম.জি.আ.)। প্রধান অতিথির বক্তব্যে হযরত মওলানা নিজাম উদ্দিন শাহ খলিল ভান্ডারী বলেন, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ ধর্ম। আল্লাহ তায়ালা মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। যুগে যুগে মানব জাতির মুক্তির জন্য নবী রাসুলগণ পাঠিয়েছেন মানবজাতিকে মুক্তির দিশা দিতে। নবী যুগের পর মানবমুক্তির জন্য অলিআউলিয়া প্রেরণ করেছেন পৃথিবীতে। আর অলি আউলিয়াদের দেখানো পথই একমাত্র খোদা প্রাপ্তির পথ। খলিল ভান্ডার আহামদ শাহ পরিষদের সার্বিক সহযোগিতায় ও ১৩ নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে বিশিষ্ট সমাজসেবী নুর মুহাম্মদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা, সুন্নী জামাতের অতন্দ্র প্রহরী ও ব্রাক্ষণবাড়িয়ার নোমানিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মওলানা হাফেজ মুহাম্মদ গোলাম জিলানী আল নোমানী। বিশেষ বক্তা ছিলেন ফেনীর বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের খতিব, উদীয়মান তরুণ বক্তা হযরত মওলানা শাহ পরাণ আবেদী খলিল ভান্ডারী।
এসময় উপস্থিত ছিলেন খাজা আলী আকবর আরজু, মুহাম্মদ আজাদ, আনু মিয়া, মুহাম্মদ মুন্না, মুহাম্মদ মঈনুদ্দিন, মুহাম্মদ মাহতাব আলম, মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ জামাল, মুহাম্মদ ইকবাল। শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও নাতে রাসুল (রা.) পরিবেশন করেন মুহাম্মদ তাহসিন ও মুহাম্মদ আব্দুল্লাহ রেজা। সবশেষে আখেরী মুনাজাত ও তবরুক বিতরণের মধ্যে দিয়ে মাহফিলের আয়োজন শেষ হয়।