কুমিল্লায় বিএনপির সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

কুমিল্লা বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। ইতোমধ্যে টাউন হল মাঠে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ।

মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠছে সমাবেশস্থল। শহরের অলিগলিতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন তারা। বেলা ১১টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল নগরীর টাউন হল মাঠে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে কুমিল্লা বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের ঘোষণা না এলেও দুদিন আগে থেকেই বিভাগের বিভিন্ন উপজেলা থেকে সমাবেশের উদ্দেশে নেতাকর্মীরা মাঠে উপস্থিত হয়েছেন।

সমাবেশকে কেন্দ্র করে নগরী অলিগলি ও দেয়াল পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। বড় বড় পোস্টারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি শোভা পাচ্ছে। দীর্ঘদিন পর এমন পরিবেশ দেখে উৎফুল্ল উদ্বেলিত দলটি নেতাকর্মী।

গতকাল রাতেই কুমিল্লা মহানগরীতে পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কুমিল্লা গণসমাবেশ অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করতে চান বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা তাদের। শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও এই সমাবেশে উপস্থিত হবেন মনে করছেন দলটির নেতারা।