কাপ্তাই সুইডেন পলিটেকনিকে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই পুলিশ সার্কেলের সহযোগিতায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাইয়ের আয়োজনে অংশীজনদের অংশ গ্রহণে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত। পলিটেকনিকের ইনস্ট্রাক্টর মোঃ ইকবাল হায়দারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল রওশন আরা রব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, সুইডেন পলিটেকনিকের মেকানিক্যাল বিভাগীয় প্রধান মোঃ ওমর ফারুক। মতবিনিময় সভায় মাদক, ইভটিজিং, মেসভাড়া, পরিবহণ ভাড়া বৃদ্ধি, বহিরাগতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় নতুন বাজার বণিক সমিতি, সিএনজি সমিতি, ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।