অবিশ্বাস্য জয়ে সৌদিতে একদিনের ছুটি ঘোষণা

অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপ শুরু করেছে সৌদি আরব। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই হারিয়েছে জায়ান্ট দল আর্জেন্টিনাকে। দুর্দান্ত অর্জনে সৌদি আরব সরকার একদিনের ছুটি ঘোষণা করেছে।

মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ যাত্রা শুরু করে আর্জেন্টিনা ও সৌদি আরব। প্রথমার্ধে ৪ বার জালে বল পাঠায় লিওনেল মেসিরা। তবে অফসাইডে তিন গোল বাতিল হলে ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। আর্জেন্টিনা সমর্থকরা হয়তো ভাবছিলেন, দ্বিতীয়ার্ধে আরো বেশি ক্ষুরধার হয়ে উঠবে মেসিদের আক্রমণ। তবে বিপরীত চিত্র দেখিয়েছে সৌদি আরবের ফুটবলাররা। আর্জেন্টিনার রক্ষণ ভেঙে দুটি গোল দিয়ে জয় তুলে নেয় তারা।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আর্জেন্টিনাকে হারানোর খুশিতে আজকে (বুধবার) সৌদিতে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। ফুটবলারদের জয় সেলিব্রেট করার জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ছুটির প্রস্তাব রাখেন। এরপর ছুটির বিষয়টি অনুমোদন দেন বাদশাহ সালমান।

সৌদির গণমাধ্যমগুলো জানিয়েছে, এদিন সব সরকারি-বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ের শিক্ষার্থীদের ছুটি থাকবে। সৌদির খ্যাতনামা বিশ্ববিদ্যালয় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় ফুটবলারদের অর্জন উদ্যাপনে চলমান ফাইনাল পরীক্ষা পিছিয়ে দিয়েছে।
‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচটি ড্র হয়ে যায়। তাই প্রথম ম্যাচে জয় পাওয়া সৌদির দ্বিতীয় রাউন্ডে পৌঁছার সম্ভাবনা বেড়ে গেলো। আগামী ২৬শে নভেম্বর পোলিশদের বিপক্ষে লড়বে অ্যারাবিয়ানরা। আর ৩০শে নভেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে ম্যান ইন গ্রিনদের প্রতিপক্ষ মেক্সিকো।