সরকারবিরোধী লড়াই শুরু হয়ে গেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারবিরোধী লড়াই ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং মানুষ নেমে পড়েছে। আমাদের এখন আরও শক্তি সঞ্চয় করে নয়নের রক্ত, শাওনের রক্ত, রহিমের রক্ত, আলিমের রক্তের ঋণ পরিশোধ করার জন্য তৈরি হতে হবে। মানুষ কিন্তু পিছিয়ে নেই, প্রত্যেকটি সমাবেশে এই বৃদ্ধ বয়সে যা দেখলাম, আমাকে অনুপ্রাণিত করেছে। আরেকটি মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই তাদের পরাজিত করতে হবে।’

সোমবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এরা আজকে গোটা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। যদি একটা জাতিকে ধ্বংস করতে হয় তার রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করো, তার অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করো, সেটাই তারা করেছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বালখিল্য আচরণ করে, কেউ তাদের বিশ্বাস করে না। এরা মানুষকে মানুষ মনে করে না, এরা মনে করে বোঝা। দেশটাকে এরা পৈতৃক সম্পত্তি মনে করে। যেভাবে পারবে সেভাবে লুট করবে, কেউ কিছু বলতে পারবে না। চুরি করবে, কেউ কিছু বলতে পারবে না। মানুষকে খুন করবে, কেউ কিছু বলতে পারবে না।’

ডলার সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পত্রিকায় লিখছে ব্যাংকে গেলে এখন আর এলসি খোলা যায় না।

কারণ তাদের ডলার নেই, ডলার দিতে পারছে না। রিজার্ভের টাকা তো লোপাট করেই ফেলেছে এবং এত বেশি লোপাট করে ফেলেছে, নিজেরাই বলছে রিজার্ভ তো আমরা চিবিয়ে খাইনি। রিজার্ভ তো আপনারা চিবিয়ে খাননি; গিলে ফেলেছেন, পাচার করে দিয়েছেন।’
ফখরুল বলেন, ‘আমরা আন্দোলন করবো, এই সরকারকে সরাবো। এ সরকারকে সরানোর পরে আমরা আন্দোলনকারী সমস্ত দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব। তখন সমস্ত মানুষকে নিয়ে এদেশকে এরা (আওয়ামী লীগ) যে ডাস্টবিন বানিয়ে ফেলেছে, নর্দমা বানিয়ে ফেলেছে, এটাকে পরিষ্কার করার জন্য সবাইকে নিয়েই করতে হবে। আমাদের বিচারব্যবস্থাকে সংস্কার করতে হবে। প্রশাসন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সত্যিকার অর্থে একটি আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে।’

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বারবার করে বলছি, আবারও বলছি, আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছো। আমাদের সাতজন যোদ্ধা প্রাণ দিয়েছে। এই মূল্য অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এখনও সময় আছে, সরে দাঁড়ান। তা না হলে জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, সুনামির মতো আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে।’

সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, সাবেক দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।