মালয়েশিয়ায় সরকার গঠনের ডেডলাইন সোমবার দুপুর ২টা

পার্লামেন্ট নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক দলগুলোকে সরকার গঠনের সময়সীমা বেঁধে দিয়েছেন মালয়েশিয়ার রাজা। এ সময় শেষ হবে সোমবার স্থানীয় সময় দুপুর ২টায়। নতুন সরকার গঠন করে একজন প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থীর নাম জানাতে বলা হয়েছে রাজপ্রাসাদ থেকে। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্টার। রয়েল হাউজহোল্ড কম্পট্রোলার আহমাদ ফাদিল শামসুদ্দিন বলেছেন, দেওয়ান রাকায়েত নামে পরিচিত পার্লামেন্টের স্পিকার আজহার আজিজান হারুনকে রাজনৈতিক দলগুলো এবং জোটগুলোর সঙ্গে শলাপরামর্শ করার দায়িত্ব দিয়েছেন রাজা। যারা বেশি আসন পেয়েছেন তাদেরকে সরকার গঠনের জন্য এ সময় দেয়া হয়েছে। রোববার ইস্যু করা এক বিবৃতিতে আহমাদ ফাদিল বলেন, ১৯শে নভেম্বর অনুষ্ঠিত ১৫তম জাতীয় নির্বাচনের সরকারি ফল গ্রহণ করেছে রাজপ্রাসাদ ইস্তানা নেগারা। রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে তারা নির্বাচন কমিশনের কাছ থেকে এই ফল হাতে পায়। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল গণি সালেহ পরিষ্কারভাবে তার ডকুমেন্টে বলেছেন, নতুন সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো রাজনৈতিক দল। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো এবং জোটের প্রধানদের সঙ্গে আলোচনা করতে আজহারকে অনুরোধ করেছেন ইয়াং ডি-পারতুয়ান আগং আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তাফা বিল্লাহ শাহ।

দলীয় এসব প্রধানের সঙ্গে আজহার কথা বলে ইস্তানা নেগারাকে জানাবেন কোন কোন রাজনৈতিক দল জোট করে সরকার গঠন করবে। এরপর ওই জোটকে বলা হবে একজন এমপির নাম প্রস্তাব করতে, যিনি দেওয়ান রাকায়েতে সংখ্যাগরিষ্ঠ আস্থা অর্জন করে প্রধানমন্ত্রী হতে পারবেন সোমবার দুপুর ২টার মধ্যে। তিনি আরও বলেন, জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রধানদের গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে নিয়ে এর প্রতি শ্রদ্ধা দেখাতে পরামর্শ দিয়েছেন রাজা। নির্বাচনের ফলকে শান্তভাবে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। দেশের স্থিতিশীলতার জন্য খোলামনে কাজ করার আহ্বান জানিয়েছেন।