জিএম কাদেরের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার সকালে রাজধানীর কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, হুসেইন মুহম্মদ এরশাদকে যে চক্রটি সারাজীবন শৃঙ্খলিত করে রাখতে চেয়েছে, তারাই এখন জি এম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয়া মানে সাধারণ জনগনকে নিষেধাজ্ঞা দেয়া।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে সংসদে ও রাজপথে সোচ্চার। এজন্য জিএম কাদেরের কণ্ঠরোধ করতেই ষড়যন্ত্র শুরু করেছে চক্রটি। যারা তার কণ্ঠরোধ করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা আরও বলেন, জিএম কাদেরের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

প্রতিবাদ সমাবেশ সভায় বক্তব্য রাখেন-জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, এড. আব্দুল হামিদ ভাসানী, ফকরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, হাজী সালাউদ্দিন খোকা, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, আবু জায়েদ আল মাহমুদ (মাখন) সরকার, সুমন আশরাফ প্রমূখ।