হালাল ব্যবসা ও হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত

২৯ অক্টোবর ২২ শনিবার বাদে মাগরিব নগরীর স্টেশন রোডস্থ ফলমন্ডীতে মেসার্স তৈয়্যবীয়া ফার্মের উদ্যোগে জিকিরে মোস্তফা (দ.) মাহফিল মেসার্স তৈয়্যবিয়া ফার্ম’র চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মুহাম্মদ আলী হোসাইন আরিফের সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমীর শরীফের খাদেম সর্দার হাজী সৈয়দ জুনাইদ মিয়া চিশ্তি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আলী ফয়েজ চিশতি, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা নুরুন্নবী আলকাদেরী, আনোয়ারা বরুমছড়া চিশতিয়া খানকাহ্ শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইয়াকুব মাস্তান আল চিশতি, এডভোকেট নাসির উদ্দিন, শায়ের মুহাম্মদ তারেক রেজা, মুহাম্মদ হামিম রেজা, মাওলানা বোরহান উদ্দিন আলকাদেরী, মুহাম্মদ আব্দুর রহিম সওদাগর প্রমুখ। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজমীর শরীফের খাদেম সৈয়দ জুনাইদ চিশ্তি বলেন-হালাল ব্যবসা ও হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত। উপমহাদেশের মহান আধ্যাত্মিক সাধক খাজা মঈনুদ্দীন চিশতী (রহ.) হালাল উপার্জনের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে ত্বরিকতের সুউচ্চ মকামে অধিষ্ঠিত হন। এ সুউচ্চ মকামে অবস্থান করে পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন তা চির স্মরণীয়। আমরা এ মহান অলিয়ে কামেলের পদাঙ্ক অনুসরণ করে ইহ ও পরজগত কামেয়াবি হাসিল করতে হবে। আসুন, সমাজের প্রতিটি স্তরে অলিয়ে কামেলদের রেখে যাওয়া দর্শন সুফিবাদকে প্রতিষ্ঠায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট অলি প্রেমিক মুহাম্মদ আলী হোসেন আরীফ যে পরিশ্রম করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ পাক আজকের এই জিকিরে মোস্তফা (দ.) মাহফিলের উছিলায় আয়োজকদের জাতীয় আশা আকাঙ্খা কবুল হোউক, আমিন। পরিশেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।