আনুষ্ঠানিকভাবে চার্লসকে বৃটেনের রাজা ঘোষণা

সেন্ট জেমস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানে কিছুক্ষণ আগে রাজা তৃতীয় চার্লসকে বৃটেনের রাজা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে রাজা হয়ে গেছেন চার্লস। তবে এক্সেশন কাউন্সিল আনুষ্ঠানিকভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সার্বভৌম রাজা হিসেবে ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার পদকে নিশ্চয়তা দেয়া হয়েছে। লন্ডনে অবস্থিত রাজকীয় বাসস্থান সেন্ট জেমস প্যালেসে এ জন্য অনুষ্ঠান আয়োজন করে এক্সেশন কাউন্সিল। এই কাউন্সিলে আছেন সিনিয়র রাজনীতিকরা এবং কর্মকর্তারা। তারা রাজাকে পরামর্শ দিয়ে থাকেন। আজ রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার সময় তার পাশে উপস্থিত ছিলেন স্ত্রী ক্যামিলা, যাকে বলা হয় কুইন কনসোর্ট। উপস্থিত ছিলেন রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম।

রাজা চার্লসের পরে সিংহাসনের উত্তরাধিকারী হবেন প্রিন্স উইলিয়াম। এখন তার পদবী হবে প্রিন্স অব ওয়েলস।