আইফোন ১৪ উন্মোচনের তারিখ জানাল অ্যাপল

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অ্যাপল বাজারে আনছে নতুন প্রজন্মের আইফোন ১৪। একাধিক মডেলে আসছে নতুন আইওএস ফোন। ৭ সেপ্টেম্বর এক ইভেন্টে নতুন আইফোন সিরিজ বাজারে আসবে।

এর আগে বেশির ভাগ সংবাদমাধ্যম ৭ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মুক্ত হতে পারে বলে সংবাদ প্রকাশ করে। কিন্তু অনেকে বিষয়টিকে গুঞ্জন ভেবেছিলেন। কারণ অ্যাপল সাধারণত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন আইফোন উন্মুক্ত করে থাকে। তবে এবার গুঞ্জন সত্যি করে আগামী ৭ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মুক্ত করবে অ্যাপল। এরই মধ্যে ‘ফার আউট’ নামের এ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় প্রায় তিন বছর পর এবার সরাসরি দর্শকদের উপস্থিতিতে বড় পরিসরে আইফোন উন্মোচন করবে অ্যাপল। অনুষ্ঠানে আইফোন ১৪ সিরিজের আওতায় আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স উন্মুক্ত করা হতে পারে। বাজার বিশ্লেষকদের ধারণা, নতুন আইফোনগুলো ১৬ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

অনুষ্ঠানে আইফোনের পাশাপাশি ‘অ্যাপল ওয়াচ ৮’ সিরিজের একাধিক স্মার্ট ঘড়িসহ আইওএস ১৬ সংস্করণও উন্মুক্ত করা হতে পারে।

অ্যাপল বরাবরই নিজ কার্যালয়ে নতুন পণ্য উন্মোচন করে থাকে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ‘ফার আউট’ নামের অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে আয়োজন করা হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি।

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। অ্যাপলডটকম, অ্যাপল টিভি, অ্যাপল টিভি অ্যাপের পাশাপাশি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এ অনুষ্ঠান দেখার সুযোগ মিলবে।