প্রিন্সেস ডায়ানায় ফোর্ড গাড়িটি নিলামে বিক্রি হলো

ফোর্ড এসকর্ট আরএস টার্বো সিরিজ ১- গাড়িটির এক সময় মালিক ছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা। শনিবার তা বৃটেনে নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে। বার্তা সংস্থা আনাদোলুকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বারনামা। এতে বলা হয়, সিলভারস্টোন অকশন্সে বিক্রি হওয়া ওই গাড়িটি কিনেছেন বৃটিশ একজন ক্রেতা। প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা এই গাড়িটি চালাতেন ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত। এই গাড়ির সঙ্গে তিনি ছবি তুলেছেন। গাড়িটি চালানো হয়েছে মাত্র ২৪ হাজার ৯৬১ মাইল। ফোর্ড এবং ডায়ানার নিরাপত্তা টিমের মধ্যে সম্পাদিত এক চুক্তির অধীনে এই গাড়িটি কালো রঙের করা হয়েছিল বলে মনে করা হয়। এটিই এই সিরিজে ফোর্ডের একমাত্র কালো রঙের গাড়ি। এর বাইরে সিরিজের অন্য যত গাড়ি আছে, তার সবটাই সাদা।

ফলে মনে করা হয়, যাতে সবার দৃষ্টি আকৃষ্ট হয় সে জন্য ডায়ানার জন্য এই গাড়িটি কালো রঙের তৈরি করা হয়েছিল। এতে নতুন যা যুক্ত করা হয়েছিল তা হলো একটি দ্বিতীয় রেয়ার-ভিউ আয়না এবং একটি রেডিও। এর আগে গত বছর ডায়ানার মালিকানাধীন আরেকটি ফোর্ড এসকর্ট নিলামে বিক্রি হয় ৫২ হাজার পাউন্ডে।