হত্যার অভিযোগে মামলা, পাঁচ জঙ্গির বিরুদ্ধে বিচার শুরু

সদরঘাট থানার ডাকাতি করতে গিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ আগস্ট) তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসীম উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

পাঁচ আসামি হলেন- বুলবুল আহমেদ, মো. মাহবুব, মো. শাহজাহান, মিনহাজুল ইসলাম ও নুরনবী।

আদালত সূত্রে জানা যায়, নগরের মাঝিরঘাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সত্য গোপাল ভৌমিক প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে রিকশায় ফিরছিলেন। পথে দুই জঙ্গি ককটেল ও গুলি ছুড়ে টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন জঙ্গিদের প্রতিরোধে এগিয়ে এলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে নিজেদের কাছে থাকা ককটেল বিস্ফোরণে দুই জঙ্গির একজন ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এর আগে জঙ্গিদের গুলি ও ককটেলে সত্যগোপাল, বাবুলসহ অন্তত সাতজন আহত হন। ঘটনার তিনদিন পর ২৬ সেপ্টেম্বর সত্যগোপালের মৃত্যু হয়। এ ঘটনায় সদরঘাট থানায় তিনটি মামলা হয়। তদন্ত করতে গিয়ে ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেনেড, অস্ত্র, গুলিসহ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ২০১৬ সালের ২৬ মে পাঁচ জঙ্গির বিরুদ্ধে ডাকাতি করতে গিয়ে খুনের মামলায় অভিযোগপত্র দেয়।

সরকারি কৌঁসুলি কেশব চন্দ্র নাথ বলেন, পাঁচ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় পাঁচ আসামি নিজেদের নির্দোষ দাবি করে। শুনানি শেষে আদালত পাঁচ জঙ্গির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। আগামী ধার্য তারিখে আদালত সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেন।