বোয়ালখালীতে সাত খাবার হোটেলকে ৬৫ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৭টি মামলায় ৭টি খাবার হোটেলকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ আগস্ট, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদর, গোমদণ্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। এ সময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন এবং খাবার হোটেলের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ ও হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা সদরের এন জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, গ্রীন চিলিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ৫ হাজার টাকা, কাস্তুরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, রশিদ হোটেলকে ১৫হাজার টাকা, গোমদণ্ডী ফুলতল এলাকার আল-আমিন হোটেলকে ১৫ হাজার টাকা এবং শাকপুরা চৌমুহনী বাজারের গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে লাইসেন্স সংগ্রহ ও হোটেলের পরিবেশ মানসম্মত পর্যায়ে নিয়ে আনার জন্য নির্দেশনা প্রদান করেন আদালত।