মেধাবী মুখঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল কাপ্তাইয়ের উক্যনু মারমা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মুরালী পাড়ার গরীব মেধাবী মুখ ও কর্ণফুলী সরকারি কলেজ থেকে এবছরের ১৩ ফেব্রুয়ারী প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র উক্যনু মারমা চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ক” ইউনিটের “ভূতত্ব” বিভাগে পড়ার সুযোগ পেয়েছে। সম্প্রতি ঢাবির “ক” ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। উক্যনু মারমার এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবারসহ কলেজের শিক্ষক ও সহপাঠীরা। উক্যনুর পিতা মংসুই অং মারমা ও মাতা নাংসাপ্রু মারমা মুঠোফোনে এই জানান, অভাবের সংসারে সবসময় ছেলেকে ভালো খাবার, ভালো পোশাক এবং প্রাইভেট টিচার দিতে পারেনি। এরপরও ছেলেটি প্রায় ১৫ কিঃ মিঃ দূরে গিয়ে কলেজ করে বাড়িতে এসে কৃষি কাজে সহায়তা করে আবার পড়ালেখা করেছে। এবার সে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। সে যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে পারে, সেজন্য আমরা সকলের আর্শীবাদ চাই। শুক্রবার যোগাযোগ করা হলে উক্যনু মারমা জানান, স্কুল এবং কলেজের সকল শিক্ষকদের সহযোগিতা না থাকলে আমি প্রত্যন্ত অঞ্চল হতে এতদূরে আসতে পারতাম না। ভবিষ্যতে ভালো ফলাফল করে আমি যেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সে আর্শীবাদ চাই। কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী জানান, সে খুব গরীব ঘরের সন্তান, তবে খুবই মেধাবী এবং মনোযোগী একজন ছাত্র। আমরা সব শিক্ষকরা তাকে সবসময় সহায়তা করেছি এবং কলেজ থেকে তাকে উপবৃত্তি দিয়েছি। দারিদ্রতাকে জয় করে উক্যনু মারমার এই ফলাফল সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে আমি মনে করেন এই অধ্যক্ষ।