ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধের আহ্বান জানালেন জেরেমি করবিন

পশ্চিমা বিশ্বের উচিৎ ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করা। কারণ ইউক্রেনকে যত অস্ত্র দেয়া হবে, রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত আরও বড় হবে। এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন বৃটেনের লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন। এছাড়া শান্তি স্থাপনে পশ্চিমা নেতাদের মুখে কুলুপ আঁটার সমালোচনা করেন তিনি। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, মঙ্গলবার বৈরুতভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-ময়াদিনকে ওই সাক্ষাৎকারটি দেন করবিন। এতে তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র দেয়া মোটেও ভাল কোনো সমাধান নয়। এটি শুধু এই যুদ্ধকে দীর্ঘায়িত এবং বড় করবে। বছরের পর বছর ধরে চলবে এই যুদ্ধ। কিন্তু পশ্চিমা নেতারা ‘শান্তি’ শব্দটাই উচ্চারণ করতে পাড়ছে না। তারা শুধু কীভাবে আরও যুদ্ধের ঘোষণা দিয়ে চলেছে।
সাক্ষাৎকারে একটি দীর্ঘ যুদ্ধের পরিণতির কথা তুলে ধরেন করবিন।

এতে ইউক্রেন ও রাশিয়ার জনগণ ভয়াবহ পরিস্থিতিতে পড়বে এবং বিশ্বের নিরাপত্তা ও সুরক্ষা নষ্ট হবে। তাই যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করতে হবে। জাতিসংঘকে যুদ্ধ বন্ধে ভূমিকা নেয়ার আহ্বান জানান করবিন। এছাড়া আফ্রিকান ইউনিয়ন এবং আরব লীগকেও মধ্যস্ততা করার আহ্বান জানান।