শপথ নিলেন ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

তিনি ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি। দ্বিতীয় নারী রাষ্ট্রপতি এবং স্বাধীনতার পর সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। তিনি দ্রৌপদী মুর্মু। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। সোমবার রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভবনের সেন্ট্রাল হলে এক ভাবগম্ভীর অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি এন ভি রামান্না তাঁকে শপথ বাক্য পাঠ করালেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করার পর সজ্জিত ঘোড়ার গাড়ির শোভাযাত্রা নিয়ে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান। তিন বাহিনীর প্রধানরা তাঁকে স্বাগত জানান। একুশবার তোপধ্বনির সাহায্যে নতুন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়। দ্রৌপদী মুর্মু দুহাজার আটশ চুরাশি জন বিধায়ক ও সংসদ সদস্যের ভোট পান যার মূল্য আট লক্ষ ছিয়াত্তর হাজার আটশ তিন। যশবন্ত সিনহা পান এক হাজার আটশো সাতাত্তরটি ভোট যার মূল্য তিন লক্ষ আশি হাজার একশ সাতাত্তর।