সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের দ্বি-বার্ষিক সম্মেলন

আজ (২২ জুলাই) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জোটের ২১টি সংগঠনের আবৃত্তিকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন হয়। উদ্বোধনী সভায় সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল সাংগঠনিক সভা। এতে শুরুতে অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন মো মুজাহিদুল ইসলাম। অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অনির্বাণ চৌধুরী। পরবর্তীতে জোটের ২০২২-২০২৪ কার্যবছরের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারেরর দ্বায়িত্ব পালন করেন অঞ্চল চৌধুরী, অধ্যাপক মাসুম আহমেদ, সংগঠক আবদুল হালিম দোভাষ, মাসুদ বকুল এবং আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। নির্বাচনে ২০২২-২০২৪ বছরের জন্যে সর্বসম্মতিক্রমে উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহের সভাপতি এবং তারুণ্যের উচ্ছ্বাসের মো. মুজাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্য পদে সহ-সভাপতি বোধন আবৃত্তি পরিষদের প্রনব চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের বনকুসুম বড়ুয়া এবং মুক্তধ্বনি আবৃত্তি সংসদের মছরুর হোসেন। যুগ্ন সাধারণ সম্পাদক অঙ্গণ চবির শাহরীয়ার তানজিম এবং স্বপ্নযাত্রীর আলী প্রয়াস। অর্থ সম্পাদক একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের অনির্বান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের উম্মে সালমা নিঝুম, অনুষ্ঠান সম্পাদক প্রমিতি সাংস্কৃৃতিক একাডেমীর ইকবাল হোসেন জুয়েল, দপ্তর সম্পাদক চট্টলা আবৃত্তি একাডেমির সুপ্রিয়া চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রহর সাংস্কৃতিক প্রঙ্গনের বর্ষা চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক বৈখরী আবৃত্তি আলয়ের ঐশী পাল এবং নির্বাহী সদস্য হিসেবে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের অঞ্চল চৌধুরী, শৈশব বাচিক চর্চা কেন্দ্রের মিলি চৌধুরী, ডিঙ্গীর আনোয়ারুল ইসলাম বাপ্পী, চট্টগ্রাম আবৃত্তি একাডেমির আসাদ উজ্জ্বল, পান্ডুলিপির শাহেদুল ইসলাম, স্বদেশের মোহাম্মদ সেলিম ভূইয়া, উদীড়নের মাহফুজা হক স্নিদ্ধা এবং প্রত্যয়ের আবদুল্লাহ ফারুক রবি নির্বাচিত হন।