এশিয়ার এই দেশ থেকে ট্যাংক, যুদ্ধবিমান ও কামান কিনছে পোল্যান্ড

ইউক্রেন যুদ্ধের ডামাডোলে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া থেকে ৪৮টি এফএ-৫০ যুদ্ধবিমান কিনবে, ব্ল্যাক প্যান্থার ট্যাংকের প্রথম চালান এবং হাউইটজার কামান কিনছে পোল্যান্ড। ইউক্রেনের যুদ্ধের কারণে সেনাবাহিনীকে শক্তিশালী করার দিকে নজর দিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক পোলিশ সাপ্তাহিক ম্যাগাজিন সিসিকে বলেন, প্রথম বিমান বছর পোল্যান্ডে সরবরাহ করা হবে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পূর্ব ইউরোপের অনেক দেশের মধ্যে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে। ন্যাটো সদস্য পোল্যান্ড প্রতিরক্ষা ব্যয়কে তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তিন শতাংশে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। যেকোনো আক্রমণ প্রতিহত করার জন্য তার সেনাবাহিনীর আকার দ্বিগুণেরও বেশি বাড়ানোরও ঘোষণা দিয়েছে দেশটি।

এদিকে, নতুন করে আরও পাঁচটি দেশকে ‘বন্ধু নয়’ এমন দেশের তালিকায় যুক্ত করেছে রাশিয়া।

দেশগুলো হলো গ্রিস, ডেনমার্ক, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভাকিয়া।

এ নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসুসতিনের স্বাক্ষরিত একটি বিবৃতি রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে থাকে যেসব দেশ সেসব দেশকে ‘বন্ধু নয়’ দেশের তালিকায় রাখে রাশিয়া।

যেসব দেশকে বন্ধু নয় দেশের তালিকায় রাখা হয় সেসব দেশ রাশিয়ার ভেতর অবস্থিত দূতাবাস, কনস্যুলেট, প্রতিনিধিত্বমূলক অফিস এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কর্মী নিয়োগ বা নিয়ে আসার বিষয়টি সীমিত করে দেয়।