প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ইতালির প্রধানমন্ত্রী

প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। মিত্র দলগুলো সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেয়ার প্রেক্ষিতে পদত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার তার পদত্যাগপত্র জমা দেয়ার ফলে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি সেপ্টেম্বর কিংবা অক্টোবরে এই নির্বাচন হওয়ার কথা। যদিও ততদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় থেকে যেতে পারেন দ্রাঘি। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, সাবেক ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দ্রাঘি ২০২১ সালে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গত বুধবার তিনি সিনেটে একটি আস্থা ভোটে জয় পেয়েছেন। কিন্তু তার তিন মিত্র দল তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে এই সরকার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে।