সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি স্থগিত

ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের দুই দিনের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা ২০২২ এবং পণ্য চালানে শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন আইন বাতিলের দাবিতে মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ জুন) দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।


চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, সরকারের উচ্চপর্যায় থেকে সমস্যা সমাধানে ১৫ দিনের সময় নিয়েছে। তাই আমরা দুই দিনের কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছি।

এর আগে গত ১৮ মে একই দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করে সংগঠনটি।