সিনেমার জায়গাটা ধূসর হয়ে যাচ্ছে -শবনম পারভীন

সিনেমা ও টেলিভিশনের গুণী অভিনেত্রী শবনম পারভীন। তার বাস্তবধর্মী কমেডি এবং নেগেটিভ চরিত্রে দর্শক তাকে দারুণভাবে গ্রহণ করেছে অনেক আগেই। বিটিভি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নানীর চরিত্রটি তাকে দেশ ও দেশের বাইরে পরিচিতি এনে দিয়েছে বিশদভাবে। কেমন আছেন তিনি বর্তমানে? শবনম পারভীন বলেন, ভালো আছি। তবে ব্যস্ত সময় পার করছি ভিন্ন ভিন্ন নাটকের কাজ নিয়ে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ‘মায়ের ঈদ নাকি বউয়ের ঈদ’ নাটকে কাজ করলাম। বৈশাখী টিভির নিজস্ব প্রযোজনায় ‘ভালোবাসার রং তামাশা’ নাটকে কাজ করলাম সাদেক সিদ্দিকীর নির্দেশনায়। সালাউদ্দিন লাভলুর ‘কালো অধ্যায়’ নাটকে অভিনয় করলাম। এছাড়া মায়ের প্রতি সন্তানের গভীর শ্রদ্ধা ও ভালবাসার ঘটনা নিয়ে ‘মা পাগল মান্নান’ নাটকে কাজ করেছি। এছাড়াও কয়েকটি নাটকেই কাজ করেছি ঈদের।

অনেক সিনেমায় দর্শকরা আপনার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। বড় পর্দায় এখন আপনাকে কম দেখা যাওয়ার কারণ কি? এই অভিনেত্রী বললেন, প্রতিটি শিল্পীর স্বপ্নের জায়গা নিজেকে সিনেমার পর্দায় দেখা। একটা সময় সিনেমায় অভিনয় করেই সময় কেটে যেত। সময়ের ব্যবধানে সিনেমার চেয়ে নাটকে এখন আমার ব্যস্ততা বেশি। কিন্তু দুঃখের বিষয় ধীরে ধীরে সিনেমার জায়গাটা ধূসর হয়ে যাচ্ছে। শূন্যতায় ছেয়ে গেছে এফডিসি ও কাকরাইলের ফিল্ম পাড়া। মাঝে মাঝে অবশ্য শৈল্পিক সিনেমা তৈরি হচ্ছে। দর্শক হলে যাচ্ছে তবে লগ্নি উঠছে না। সিনেমায় আগে যেসব বনেদি প্রযোজনা প্রতিষ্ঠান ছিল তারা আজ এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই অর্থে যে দর্শকরা দুই মাধ্যমে আমার অভিনয়কে গ্রহণ করেছেন। এর জন্য আমি টেলিভিশন ও সিনেমা দর্শকদের প্রতি চিরকৃতজ্ঞ। সম্প্রতি আমার অভিনীত সিনেমা ‘সোনার চর’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘সুবর্ণচর’ সিনেমা গুলো সেন্সর হয়ে গিয়েছে। পর্যায়ক্রমে এই এগুলো মুক্তি পাবে।