হালদায় ডিম ছাড়ছে না মা মাছ প্রতীক্ষার প্রহর গুনছেন সংগ্রহকারীরা

হালদা নদীতে মা মাছরা ডিম ছাড়ছে না। হাটহাজারী ও রাউজান উপজেলার গড়দুয়ারা থেকে মদুনাঘাট পর্যন্ত নদীর দুই পাড়ে প্রায় দেড় হাজার ডিম সংগ্রহকারীর অধীর প্রতীক্ষার প্রহরও কাটছে না।

তারপরও মা মাছরা ডিম না ছাড়লে পরিস্থিতি কি দাঁড়াবে এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে হালদা রক্ষা কমিটির চেয়ারম্যান, হালদা গবেষণা ল্যাবের প্রধান চবি শিক্ষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া  বলেন, মা মাছদের শরীরে ডিমগুলো বিলীন হয়ে যাবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন প্রতিবছর হালদায় প্রাকৃতিক কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহকারী ও পোনা উত্পাদনকারীরা।

এদিকে গত ৪ মে রাতে এবং ৫ মে সকালে হালদা নদীতে রুই-কাতল-মৃগেল ও কালিবাউস প্রজাতির বিশাল বিশাল মা মাছরা নমুনা ডিম ছেড়েছিল। ফলে ডিম সংগ্রহকারী ও পোনা উত্পাদনকারীরা তাদের সরঞ্জাম ও ৫/৬শ নৌকা নিয়ে তখন থেকেই ডিম সংগ্রহের জন্য অধীর প্রতীক্ষায় রয়েছেন।

এদিকে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, চলতি সপ্তাহে চট্টগ্রামে ঝড়-বৃষ্টি হওয়ার কোনোই সম্ভাবনা নেই। এই সংবাদেও হালদায় ডিম সংগ্রহের উত্সব নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হলো।

হালদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ আলী বলেন, প্রাকৃতিক পরিবেশ অনুকূল না থাকায় নমুনা ডিম ছাড়া সত্ত্বেও মা মাছদের ব্যাপকভিত্তিক ডিম ছাড়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে