ষড়যন্ত্রকারীদের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত হবে, আশা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আশা করি, এ সেতুর কাজ বন্ধ করতে যারা নানাভাবে ষড়যন্ত্র করেছে, বা বাধা দিয়েছে, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তাদের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত হবে। দেশের মানুষের প্রতি তারা আরও দায়িত্ববান হবে।’

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ শনিবার পদ্মা সেতুর উদ্‌বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মা-বাবাসহ পরিবারের সব হারিয়ে একটা লক্ষ্য নিয়ে আমি এ দেশে এসেছি। আমাকে কিছু একটা করতে হবে, যে বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে গেছেন, সে বাংলাদেশ অবহেলিত থাকতে পারে না। এ বাংলাদেশের জন্য আমাকে কিছু করতে হবে। বাংলার মানুষ আমাকে এ সাহস দিয়েছে এবং আমার মা, আমার বাবা তাদের দোয়া আর আশীর্বাদের হাত আমার মাথার ওপর রেখেছেন। নাহলে আমার মতো একটা সাধারণ মানুষ, যে অতিসাধারণ বাঙালি মেয়ে, এত কাজ করতে পারতাম না। আমি এ দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, বারবার আমার প্রতি আত্মবিশ্বাস রাখার জন্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কারও বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই। আমরা নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা দেশবাসীকে নিয়ে সব সমস্যা মোকাবিলা করে যাচ্ছি। আমি দেশবাসীকে স্যালুট জানাই।’