পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে গাড়ি নিয়ন্ত্রণ করবে সিএমপি

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে কিছু সড়কের গাড়ি নিয়ন্ত্রণ বা সম্পূর্ণরূপে বন্ধ রাখবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএসপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ।

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ৮টা থেকে রাতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এমএ আজিজ স্টেডিয়াম কেন্দ্রিক ইস্পাহানি মোড় থেকে কাজীর দেউড়ি, কাঠের বাংলো থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়, আটমার্সিং থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়, নেভাল ক্রসিং মোড় থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড় সড়কে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজন সাপেক্ষে ডাইভারশনের মাধ্যমে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখবে ট্রাফিক বিভাগ।

অনুষ্ঠানের অতিথিদের যানবাহন ইস্পাহানি মোড়, কাজীর দেউড়ি, নেভাল ক্রসিং ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান সিআরবি সড়কে ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে পার্কিং করতে জানিয়েছেন ট্রাফিক বিভাগ।