রাউজানের নিউজ

রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে র‌্যাব-৭ এর সহযোগিতায় পিকাপ বোঝাই চিরাইকৃত গর্জন কাঠসহ জয়নাল আবেদীন (২৭) নামে এক ব্যাক্তিকে আটক করেছে হাটহাজারী বন বিভাগ। আটককৃত সেই রাউজান উপজেলার ৪নং গহিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দলইনগর এলাকার সমদ আলী মুন্সির বাড়ির মৃত কাঞ্চন মিয়ার পুত্র। গত ২০’ জ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের-রাউজান মহাসড়কে গহিরা চৌধুরী মার্কেটের পার্শ্ববর্তী এলাকার স’মিলের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় গহিরা এলাকার মুল সড়ক থেকে র‌্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী সহযোগিতায় পিকাপ বোঝাই (চট্টঃমেট্রো ন-১১-৮১৫০) বোঝাই আনুমানিক ১২০ ঘনফুট এ কাঠ গুলো জব্দ করা হয় বলে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী নিশ্চিত করেন।তিনি জানান, কাঠসহ এসময় ১জন কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি বিজ্ঞ আাদালতে প্রেরন করা হয়। কাঠ গুলোর আনুমানিক মুল্য ১লক্ষ টাকা।

ভারী বর্ষন পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজানে ব্যাপক ক্ষয় ক্ষতি বন্যার পানিতে বিলে কারেন্ট জাল বসিয়ে মাছ শিক্ওা করতে গিয়ে এয়াকুব নামে এক ব্যক্তির হদিস নেই
রাউজান প্রতিনিধিঃ
গত কয়েকদিনের টানা ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজানে জনগনের চলাচলের সড়কের ব্যাপক ক্ষতি হয় । ভারী ভর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে ভাসিয়ে নিয়ে পুকুর ও মৎস চাষ প্রকল্পের কয়েক লাখ টাকার মাছ । বিধস্থ হয়েছে মানুষের বসতঘর । রাউজান পৌরসভার সুলতানপুর ছিটিয়া পাড়া এলাকার হারুন চেয়ারম্যানের বাড়ীর মৃত আবদুল গনীর পুত্র ডাঃ এয়াকুব (৬০)গত ২০ জুন সোমবার দিবাগত রাতে বাড়ীর পাশে বিলে বন্যার পানিতে করেন্ট জাল বসিয়ে মাছ শিকার করতে গিয়ে ঘরে আর ফিরে আসেনি । গতকাল ২১ জুন মঙ্গলবার দমকল বাহিনীর সদস্য, রাউজান থানার পুলিশ সুলতানপুর ছিটিয়া পাড়া এলাকা ও পাশ্ববর্তী এলাকার খাল ও বিলে তল্লাসী চালিয়ে ডাঃ এয়াকুবের কোন হদিস পায়নি । ডাঃ এয়াকুবের খোজ নিতে দশকল বাহিনীর সাথে নৌকা নিয়ে তল্লাসী চালান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন । নিখোজ ডাঃ এয়াকুবের বাড়ীর বাসিন্দ্বা যুবলীগ নেতা আবু সালেক বলেন, মাছ ধরতে গিয়ে রাতে ডাঃ এয়াকুব আর ঘরে ফিরে আসেনি । এলাকার লোকজন ধারন করছেন মাছ ধরতে গিয়ে ডাঃ এয়াকুব বন্যার পানির শ্রোতে ভেসে নিয়ে গেছে । ভারী ভর্ষন পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে হাফেজ বজলুর রহমান সড়কের নাতোয়ান বাগিচা এলাকায় নির্মানাধীন একটি কার্লভাটের পাশে তৈয়ারী করা বিকল্প সড়ক ভাঙ্গন সৃষ্টি হয়ে সড়কে যানবাহন চলাচল বন্দ্ব হয়ে যায় । গ্রামীন বিকল্প সড়ক দিয়ে সিএনজি অটোরিক্সা চলাচল করলে ও ভারী যানবাহন চলাচল বন্দ্ব হয়ে যায় । ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের জানালী হাটের উত্তর পশ্চিম পাশে ডাবুয়া খালের ভাঙ্গন সৃষ্টি হয়ে ক্ষেত্রপাল সড়ক বিধস্ত হয়ে যায় । ডাবুয়া খালের ভাঙ্গন দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতে পানি প্রবেশ করে শামশুল আলম নামের এক ব্যক্তির বসতঘর বিধস্থ হয় ।পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে পাহাড়তলী দাশ পাড়িার দুটি মাটির গুৃদাম ঘর বিধস্থ হয় । ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে নাগেশ্বর গার্ডেন সড়ক, সাপলঙ্গা সড়ক, দলিলাবাদ সড়ক, ছত্র পাড়্ াসড়ক, রায়কিশোরী সড়ক, দক্ষিন হিংগলা কলমপতি সড়ক, সাহেব বিবি সড়ক, রামধন ধর সড়ক, চান মিয়া চৌধুরী সড়ক, আইলী খীল দাওয়াত খোলা সড়ক, জগৎ ধর, সড়ক, নন্দী পাড়া সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক, পালিত পাড়া সড়ক, দাশ পাড়া সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, গহিরা হোয়াকো সড়ক, তেলপারই সড়ক, গনীর ঘাট সড়ক, আকবর শাহ সড়ক, ধরবাড়ী সড়ক, এয়াসিন শাহ সড়ক, দক্ষিন হিংগলা শান্তি নগর সড়ক সহ অনেক সড়কের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে । ভারী বর্ষন পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে কি পরিমান ক্ষতি হয়েছে তা জানতে চাইলে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরএলাকায় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ভাসিয়ে নিয়ে গেছে মাছ চাষীদের পুকুর মৎস প্রকল্পের কয়েক লাখ টাকার মাছ । এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালামের কাছে জানতে চাইলে, প্রকৌশলী আবুল কালাম বলেন, ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে । ক্ষতির পরিমান নিরুপনের জন্য কাজ চলছে । ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের পর কি পরিমান ক্ষীত হয়েছে তা বলা যাবে । ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে খাসখালী খাল, রাউজান খাল, কলমপতি খাল, মুখছড়ি খাল, হরনাথ ছড়া খাল, মঙ্গলছড়ি খাল, ভোমর ঢালা খাল, ডাবুয়া খালের কয়েকটি স্থানে বা্গংন সৃষ্টি হয়েছে ।
রাউজান পৌর সদরে
পানিতে ডুবে শিশু মৃত্যু

রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌর সদরে পানিতে ডুবে আরশ বিন ওসমান(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মা সাথে নানার বাড়ি পৌর ৫ নং ওয়ার্ডের সৈয়দ বাড়িতে বেড়াতে এসেছিল। শিশু ওসমান উপজেলা নোয়াজিশপুর ইউনিয়নের ওসমান গণি সুজন এর প্রথম পুত্র। স্থানীয়রা জানিয়েছে নানার ঘরে সামনের পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়