‘শপিং ব্যাগ’ এ অভিযান

নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় সুপার শপ ‘শপিং ব্যাগ’ এ অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অভিজাত এ সুপার শপে পেয়াজ, আলু, রসুনসহ নিত্য পণ্যের মূল্য তালিকা না থাকায় ‘শপিং ব্যাগ’ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (০৮ মে) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কাজীর দেউড়ি এলাকায় সুপার শপ ‘শপিং ব্যাগ’ এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পেয়াজ, আলু, রসুনসহ নিত্য পণ্যের মূল্য তালিকা না থাকায় ‘শপিং ব্যাগ’ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নগরের বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।