মধ্যবিত্ত গ্রাহকদের লক্ষ্য করে স্মার্টফোন

মধ্যবিত্ত গ্রাহকদের লক্ষ্য করে স্মার্টফোন আনছে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

মঙ্গলবার ভারতের বাজারে নকিয়া ৪.২ উন্মোচনের মাধ্যমে তেমনটাই ঘোষণা দিলো।

২০১৯ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে প্রথম এই ফোন সামনে এসেছিল। ইতিমধ্যেই মালোয়েশিয়ায় উন্মোচন হয়েছে ফোনটি।

ফোনটির প্রধান আকর্ষণ স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ডুয়াল ক্যামেরা আর ছোট ওয়াটার ড্রপ নচ।

ভারতের বাজারে ফোনটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি জানিয়েছে সেখানে এর দাম হবে তিন জিবি র‍্যাম ও ৩২ জিবি রমের সংস্করণ ১০ হাজার ৯৯০ রুপি। তবে দেশটিতে এইচএমডি গ্লোবাল দুই জিবি র‍্যাম ভেরিয়েন্ট আনেনি।

ডুয়াল সিমের নকিয়া ৪.২ ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকছে একটি ৫.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।

ডিভাইসটির পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেল ও দুই মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন আর ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

ফোনের ভিতরে থাকছে ৩০০০ এমএএইচ ব্যাটারি।

দেশে ফোনটি কবে নাগাদ আসতে পারে সে সম্পর্কে কিছু জানা যায়নি।