১৬ জুন সিজেকেএস হ্যান্ডবল লীগ শুরু

ক্রীড়া প্রতিবেদক:

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লীগ ২০২২ আরম্ভের প্রাক্কালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিক, সিজেকেএস কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা,, হ্যান্ডবল কমিটির কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরবৃন্দ এবং অংশগ্রহণকারী দল সমূহের উপস্থিতিতেই লিখিত বক্তব্য পাঠ করে সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ বলেন আগামী ১৬ জুন ২০২২ইং, বিকাল সাড়ে ৫.৩০ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠে শুরু হতে যাচ্ছে সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লীগ ২০২২ । জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ লীগে মোট ১৩ টি দল অংশগ্রহণ করছে। লটারীর মাধ্যমে দল গুলোকে নিম্মোক্তভাবে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে।এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ মোহামেডান এস সি (ব্লুজ),চট্টগ্রাম কাস্টমস এস সি,ব্রাদার্স ইউনিয়ন,চট্টগ্রাম আবাহনী লি:(জুনিয়র),উল্লাস ক্লাব ,বাকলিয়া একাদশ বক্সিরহাট ইয়ংম্যানস ক্লাব, হালিশহর মুক্ত বিহঙ্গ,আগ্রাবাদ কমরেড ক্লাব,সিটি ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, সেবানিকেতন ও ক্রিসেন্ট ক্লাব সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লীগ ২০২২এ অংশগ্রহণকারী নির্ধারিত ১৩টি দল ৪ গ্রæপে বিভক্ত হয়ে গ্রæপ লীগ ভিত্তিতে ১ম পর্ব অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী ৪টি দল পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে। এ লিগে মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হবে। সিজেকেএস প্রিমিয়ার বিভাগ হ্যান্ডবল লীগ (পুরুষ) পরিচালনা উপবিধি ২০২২ মোতাবেক সকল খেলা এম. এ. আজিজ স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন, রানার্স আপ দলকে ও খেলোয়াড়দেরকে ট্রফি ও মেডেল প্রদান করা হবে। এ লীগের বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ১,৬০,৮০০/- (এক লক্ষ ষাট হাজার আটশত) টাকা। যার পুরোটাই পৃষ্ঠপোষক চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান ভিশন শিপিং প্রদান করবে। সিজেকেএস-কার্যনির্বাহী কমিটি, হ্যান্ডবল কমিটির পক্ষ থেকে ভিশন শিপিং কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিতি: সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল, স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ম্যানেজিং পার্টনার মো: সালাউদ্দীন, সিজেকেএস হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান এ বি এম খালেদুজ্জামান দাদুল, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, সাইফুল্লাহ্ চৌধুরী, আবদুর রশীদ লোকমান, হ্যান্ডবল কমিটির সদস্য জাবেদা বেগম মিটুল প্রমুখ।