সেহেরী নাইট করলে পুলিশের অনুমতি নিতে হবে

চট্টগ্রাম শহরের যে কোন জায়গায় রমজান মাসে সেহেরী নাইট করলে পুলিশের অনুমতি নিতে হবে।  আজ রবিবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএসপি)র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- পবিত্র রমজান মাসে নগরীর কোথাও কোথাও “সেহেরী নাইট” এর (সেহেরী খাওয়ানোর অনুষ্ঠান) আয়োজন করা হয়ে থাকে। আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তি যদি “সেহেরী নাইট” করতে চান তাহলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের “সিটি স্পেশাল” ব্রাঞ্চ থেকে পূর্বানুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।

.

উল্লেখ্য গত বছর নগরীর জিইসি কনভেনশন হলে সেহেরী নাইটের নামে একটি ম্যানেজমেন্ট সংগঠন গান, বাজনা, যাদু প্রর্দশন ও অসামাজিক কর্মকান্ডের আয়োজন করলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশে পুলিশ তা ভন্ডুল করে দেয়।

মেয়র ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল।

ধর্মপ্রাণ নগর বাসীর দাবী এবারও যেন সেহেরী নাইটের নামে কেউ অনৈতিক কাজ করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনকে প্রদক্ষেপ নেয়ার দাবী জানান।