কে বেশি সুন্দর আমি নাকি সমুদ্র: এম জসিম উদ্দিন

কে বেশি সুন্দর আমি নাকি সমুদ্র

নীলা শুনছো
তুমি সমুদ্রের কাছে এলে
কোথায় হারিয়ে যাও
কি হলো, শুনছো-

আচ্ছা, এমন করে তুমি কি দেখো
ছন্দহীন কী গুমট শব্দ সমুদ্রের!
আচ্ছা, কে বেশি সুন্দর
আমি নাকি সমুদ্র?

আচ্ছা, বলতো
সমুদ্র হাসে না কাঁদে?
আমার কেন জানি মনে হয়
সমুদ্র কাঁদে।

লোভাতুর সমুদ্র আমাকে চাই
পা থেকে যখন পানি সরে যায়
আমি ভয় পাই
আমাকে টানে সংগোপনে।

তুমি সমুদ্র দেখতে আসো
অথচ সমুদ্র দেখোনা!
তুমি হাস, হাসতে দেখো
সমুদ্রের হাহাকার কান্না দেখেছো?

নীলা, শুনছো
তোমাকে বলছি, এই দেখো
আচ্ছা, বলতো
কে বেশি সুন্দর আমি, নাকি সমুদ্র