বিচ্ছিন্ন অবস্থায় চলছিল ট্রেনের বগি

চট্টগ্রাম রেলস্টেশন থেকে মার্শালিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার সময় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি’র হুক খুলে গেলে পেছন দিকে চলতে শুরু করে। প্রায় ৫০০ মিটার দূরে বগিটি থামানো হয়।

বৃহস্পতিবার (২৬ মে) রাতে দেওয়ানহাট ওভারব্রিজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রী নামিয়ে দিয়ে মার্শালিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার সময় দেওয়ান হাট এলাকায় একটি বগি’র হুক খুলে যায়। পোস্তারপাড় এলাকার রেললাইনে স্থানীয়রা গাছের গুঁড়ি ও ইট দিয়ে বগিটি থামাতে সক্ষম হয়। তবে এতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, এ ব্যাপারে কেউ জানায়নি।