মহেশখালীতে কবি কাজী নজরুল’র ১২৩তম জন্ম দিবস পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রগতি লেখক সংঘ কক্সবাজার শাখার ব্যানারে ‘নজরুল গীতী, প্রবন্ধ ও কবিতা পাঠ’ শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে (মঙ্গলবার) মহেশখালী উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রগতি লেখক সংঘ কক্সবাজার জেলা শাখার আহবায়ক কবি জাহেদ সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নজরুলের উপর বক্তব্য সিপিবি কক্সবাজার জেলার সভাপতি দিলীপ দাশ, অধ্যাপক আশীষ চক্রবর্তী, লায়েক হায়দার, কবি খালেদ মাহবুব মোর্শেদ, প্রভাষক বেলাল হোসাইন, প্রভাষক কামাল হোসাইন, প্রভাষক ও কবি আলম সৈয়দ, আবৃত্তিকার তৌহিদা আকতার, কবি হামিদ হোসাইন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন যতদিন পৃথিবীতে শোষণ বঞ্চনা থাকবে ততদিন কবি নজরুলের প্রয়োজনীয়তা থাকবে।

আলোচনা শেষে নজরুল সঙ্গীত গেয়েছেন শিক্ষক ও গায়ক লায়েক হায়দার। সঙ্গীত শেষে সবাই নজরুল ইসলামের কবিতা পাঠ করেন।