রেকর্ড ভাঙলেন লিটন দাস-মুশফিকুর রহীম

টেস্টে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড ভাঙলেন লিটন দাস-মুশফিকুর রহীম। ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে টাইগারদের পথ দেখান লিটন-মুশফিক। ষষ্ঠ উইকেটে ২০০* রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা।
এর আগে টেস্টে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি ছিল ১৯১ রানের, ২০০৭ সালে কলম্বোতে এ শ্রীলঙ্কার বিপক্ষেই। সেটিতেও জড়িয়ে আছে মুশফিকুর রহীমের নাম। আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ৭৮ রানে হারিয়ে বসেছিল ৫ উইকেট। এরপর মোহাম্মদ আশরাফুলকে নিয়ে হাল ধরেন মুশফিক। তিনি ১৮৩ বলে ৮০ রান করে আউট হলে ভাঙে ১৯১ রানের জুটি। আশরাফুল শেষ পর্যন্ত ১২৯ রানে অপরাজিত ছিলেন। যদিও বাংলাদেশ ম্যাচটা হেরে যায় এক ইনিংস ও ৯০ রানে