বন্দরে পণ্য খালাস পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে

ঘূর্ণিঝড় ফণী আঘাত হানলে ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৩ মে) কোনো পণ্য খালাস হয়নি।

আগের দিন বৃহস্পতিবার দুপুরে বন্দরের এনসিটি, সিসিটি, জিসিবি, রিভারমুরিং ও স্পেশাল বার্থ থেকে সব জাহাজ বহির্নোঙরে পাঠিয়ে জেটিগুলো জাহাজশূন্য করা হয়। তখন যেসব ট্রাক, লরি, কাভার্ডভ্যান বন্দরের ভেতর ঢুকেছিল সেগুলোকে পণ্য সরবরাহ দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল তানভীর আহাম্মদ জায়গীরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর সংকেত দেখানোর পর কর্তৃপক্ষ অ্যালার্ট-৩ জারি করেছে। ফলে প্রথমে জেটিগুলো জাহাজশূন্য করা হয়। এরপর পর্যায়ক্রমে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্টগুলো বুম আপ করে অ্যাংকর করা হয়। তাই শুক্রবার সকাল আটটা থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে যায়।