অপরিকল্পিত ভাবে কৃষি জমি ভরাট করে ভবন, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের উরকিরচর হারপাড়ায় অপরিকল্পিত ভাবে কৃষি জমি ভরাট করে নির্মান করা হচ্ছে ভবন জলবদ্বতা হয়ে এলাকার বাসিন্দ্বাদের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে । রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার পাশ দিয়ে প্রবাহিত হালদা নদী। হালদা নদীর পাড়ে হারপাড়ায় চার ,চার শতাধিক পরিবারের সদস্যরা বসবাস করে। হারপাড়ার বাসিন্দ্বাদের দুঃখ জলবদ্বতা । জলবদ্বÍার কারনে হারপাড়া এলাকা বাসিীর চলচলের পথ মদুনা জঙ্গল সড়কটি পানিতে ডুবে যাওয়ায় সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । সড়ক দিয়ে যানবাহনে করে জীবনের ঝুকিঁ নিয়ে এলাকার বাসিন্দ্বারা চলাচল করছে । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পুনঃ নির্মান কাজ শুরু করা হয়েছে । সড়কের নির্মান কাজ চলছে । উরকির চর ইউনিয়নের হারপাড়া সারা বৎসর জলবদ্বতা থাকে । হারপাড়া এলাকায় কৃষি জমি হালদা নদী থেকে উত্তোলন করা বালু ও চরকাটা মাটি দিয়ে ভরাট করে অপরিকল্পিত ভাবে নির্মান করা হয়েছে পাকা ভবন, আল ফালাহ মহিলা মাদ্রাসা, হেফজ খানা ও এতিমখানা, আল ফালাহ স্বাস্থ্য কেন্দ্র ভবন । অপরিকল্পিত ভাবে কৃষি জমি ভরাট করে পানি চলাচলের কোন ব্যবস্থাা না রেখে পাকা ভবন ও মাদ্রাসা নির্মান করায় এলাকার কৃষি জমি বাসিন্দ্বাদের চলাচলের সড়ক জলবদ্বতার কারনে পানিতে ডুবে থাকে সারা বৎসর । জলবদ্বতার কারনে কৃষি জমি পানিতে ডুবে থাকায় চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে । হারপাড়া এলাকার বাসিন্দ্বা শফি বলেন, এলাকার কৃষি জমি ক্রয় করে অপরিকল্পিত ভাবে কৃষি জমি ভরাট করে মাদ্রাসা ভবন, পাকা ঘর নির্মান করায় পানি চলাচলের পথ বন্দ্ব হয়ে যাওয়ায় জলবদ্বতা সৃষ্টি হয়ে ঘর বাড়ী চলাচলের সড়ক, কৃষি জমি সারা বৎসর ই পানিতে ডুবে থাকে । জলবদ্বতার কারনে এলাকার বাসিন্দ্বাদের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে । এলাকার বাসিন্দ্বা হাজী সোলায়মান তার পাকা ভবনের পেছনে একটি অভ্যবহৃত ছোট পুকুর ও পুকুর সংগ্লন্ন জমি মাচি দিয়ে ভরাট করছে । হাজী সোলায়মানের কাছে পুকুর ও কৃষি ভরাট করার বিসয়ে জানতে চাইলে, হাজী সোলায়মান বলেন, আমার পাকা ঘরের পেছনে থাকা অব্যবহৃত ডেবায় আমার ভবনে থাকা একজন ভাড়টিয়ার শিশু পানিতে ডুবে মারা যায় । একারনে ছোট ডেবাটি ভরাট করে ফেলছি । হাজী সোলায়ংমান ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষিশ জমি মাটি ভরাট করে মহিলা মাদ্রাসা ভবন, কয়েকটি পাকা ভবন নির্মান করা হয়েছে । একারনে জলবদ্বতা হয়ে আমরা এলাকাবাসী চরম, দুভোর্ঘ পোহাতে হচ্ছে । রাউজান উরকির চর ইউনিয়নের হারপাড়ায় চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে একটি মার্দ্রসা থাকা সত্বে ও ঐ মাদ্রাসার অদুরে হারপাড়া এলাকায় মাওলানা ইউনুছ বিপুল পরিমান কৃষি জমি ক্রয় করে । ঐ কৃষি জমি ভরাট করে নির্মান করা হয়েছে আল ফালাহ মহিলা মাদ্রাসা, হেফজ খানা, এতিমখানা, আল ফালাহ স্বাস্থ্য কেন্দ্র ভবন। সন্দঈপের বাসিন্দ্বা মাদ্রসার শিক্ষক জামাল কৃষি জমি ক্রয় করে পাকা ভবন নির্মান করার জন্য ক্রয় করা কৃষি হালদা নদীর চর কাটা মাটি দিয়ে ভরাট করেছেন । হারপাড়া এলাকায় কৃষি জমি ভরাট করে আরো কয়েকটি পাকা ভবন নির্মান করছেন । কৃষি জমি ভরাট করার বিষয়ে রাউজানের উরকিরচর হারপাড়া আল ফালাহ মহিলা মাদ্রাসা ও হেফজ খানা, এতিম খানার প্রতিষ্টাতা ও পরিচালক মাওলানা ইউনুছের কাছে জানতে চাইলে, আল ফালাহ মহিলা মাদ্রাসা ও হেফজ খানা, এতিম খানার প্রতিষ্টাতা ও পরিচালক মাওলানা ইউনুছ বলেন, গত ২০১২ সালে কৃষি জমি ক্রয় করে এলাকার বাসিন্দ্বা ও প্রবাসীদের দেওয়া টাকায় আল ফালাহ মহিলা মাদ্রাসা ও হেফজ খানা, এতিম খানা নির্মান করছি. সম্প্রতি মাদ্রাসার পাশে কৃষি জমি ভরাট করে আল ফালাহ স্বাস্থ্য সেবা কেন্দ্র ভবন নির্মান করেছি । আল ফালাহ মহিলা মাদ্রাসা ও হেফজ খানা, এতিম খানায় সরকারী কোন সহায়তা ব্যতিত এালকার বাসিন্দ্বা ও প্রবাসীদের দেওয়া অর্থে ্ চালিেেয় যাচ্ছি । মাদ্রাসার শিক্ষক মাওলানা শোয়াইব বলেন, মার্দ্রাসার হোষ্টেলে ১শত শিক্ষার্থী রয়েছে । শিক্ষার্থীদের কাছ থেকে খাওয়া থাকা ও মাদ্রাসার লেখপাড়া করা বাবদ ৩ হাজার টাকা করে ফি নেওয়া হয় । হোষ্টেলে থাকা মহিলা শিক্ষার্থী ছাড়া ও ২শত জন মহিলা শিক্ষাার্থী রয়েছে তাদের কাছ থেকে প্রতিমাসে প্রতিজনের কাছ থেকে ৫শত টাকা করে ফি নিয়ে মাদ্রাসায় পাঠদান করা হয় । প্রতি শুক্রবার আল ফালাহ স্¦াস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসক এসে এলাকার বাসিন্দ্বা ও শিক্ষার্থীদের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন । এ ব্যাপারে উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, হারপাড়া এলাকায় কৃষি জমি ভরাট করে ২০১২ সালে নির্মান করা হয়েছে মহিলা মাদ্রাসা ভবন । এলাকায় কৃষি জমি ভরাট করে কয়েকটি পাকা ঘর নির্মান করা হয়েছে পুর্বেই। বর্তমানে কোন কৃষি জমি ভরাট করা হচ্ছেনা ।