মরহম সিদ্দিক ছিলেন আহম্মদ দেশের সৎ সাংবাদিকদের পথিকৃথ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দেণিক আজাদীর সাবেক সহকারী সম্পাদক প্রাবন্দ্বিক সিদ্দিক আহম্মদ দেশের একজন সৎ সাংবাদিকতার পথিকৃথ ছিলেন, মরহম সিদ্দিক আহম্মদ অস্মপ্রদায়িক চেতনায় লেখলেথির মাধ্যমে দেশের মানুষকে উজ্জিবিত করেন। মুক্তিযুদ্বের একজন সংগঠক হিসাবে কাজ করেন প্রতিথযশা সাংবাদিক মরহম সিদ্দিক আহম্মদ। প্রথিতযশা সাংবাদিক মরহম সিদ্দিক আহম্মদ রাউজান তথা চট্টগ্রাম শহরে যে সব সাংবাদিক সৃষ্টি করে গেছেন, তারা দেশের কল্যানে অপসংস্কৃতির বিরুদ্বে কাজ করছে। দেশের মধ্যে মরহুম সিদ্দিক আহম্মেদ একজন সৎ সাংবাদিকতার পথিকিৃত । মরহুম সিদ্দিক আহম্মদের আর্দশকে অনুসরন করে সাংবাদিকেরা দেশ ও জতির কল্যানে কাজ করলে দেশ ও জাতি উপকৃত হবে । গতকাল ৮ মে রবিবার দুপুরে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্টানে বক্তরা একথা বলেন । রাউজান জলিল নগরস্থ কাজী প্লাজায় রাউজান প্রেস ক্লাব কার্যলয়ে অনুষ্টিত ঈদ পুর্নমিলনী সভা ও প্রথিতযশা সাংবাদিক সিদ্দিক আহম্মদের স্মরনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। রাউজান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম রমজান আলীর সঞ্চলনায় অনুষ্টিত ঈদ পুনমিলনী ও সাংবাদিক সিদ্দিক আহম্মেদ স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক সিদ্দিক আহম্মেদর পুত্র মোঃ সিদ্দিক আহম্মদের পুত্র ডেপুটি এটনি জেনারেল মোঃ সাইফুর রহমান সিদ্দিক সাইফ । অনুষ্টানে আরো বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনসারী, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, জিয়াউর রহমান, সাংবাদিক রায়হান উদ্দিন প্রমুখ । সভায় প্রথিতযশা সাংবাদিক প্রাবন্দ্বিক সিদ্দিক আহমেদকে মরণোত্তর সম্মাননা ডেপুটি এটনি জেনারেল মোঃ সাইফুর রহমান সিদ্দিক সাইফের হাতে তুলে দেয় রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ্ব । পরে রাউজান প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যরা একে অপরের সাথে কোলাখুলি করে ঈদের শুভেচ্ছা বিণিময় করেন ।