চট্টগ্রামে আয়োজিত হচ্ছে তিন দিনের ঈদ ফ্যাশন ফেস্ট

 

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইটস্থ জিন্নুরাইন কনভেনশন সেন্টারে আয়োজিত হচ্ছে ৩ দিনের ঈদ ফ্যাশন ফেস্ট-২০১৯। ডিজাইন ফর ইভেন্টস-এর উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে এই ঈদ ফ্যাশন ফেস্ট শুরু হবে। নগরীর বেলপেপার রেস্টুরেন্টে একং মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ডিজাইন ফর ইভেন্টস এর কর্ণধার নাসির উদ্দিন সোহাগ।
মিট দ্যা প্রেসে নাসির উদ্দিন সোহাগ জানান, ডিজাইন ফর ইভেন্টস সবময় নানা ধরনের সৃজনশীল আয়োজনের সাথে সম্পৃক্ত। এর ধারাবাহিকতায় এবার আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে ঈদ ফ্যাশন ফেস্ট আয়োজন করছে। বহস্পতিবার এই ফেস্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিন্নুরাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস এম জমির উদ্দিন।
নাসির উদ্দিন সোহাগ জানান, ঈদ ফ্যাশন ফেস্টে ঢাকা ও চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের বুটিক পোষাক প্রদর্শনী, লাইফ স্টাইলের বিভিন্ন সামগ্রীসহ ঈদ পোষাকের বর্ণিল সমারোহ থাকবে। ক্রেতারা সাশ্রয়ী মুল্যে এখান থেকে ঈদের কেনাকাটা করতে পারবেন। ক্রেতাদের জন্য নানা ডিসকাউন্ট অফারের পাশাপাশি থাকবে মেহেদী উৎসব।
এই ফ্যাশন ফেস্টে নারী উদ্যোক্তাদের ৩০টি প্রতিষ্ঠান, অনলাইন বিজনেস প্রতিষ্ঠান ও বুটিক হাউজ অংশ নিচ্ছে। নারী ও পুরুষদের জন্য উন্মুক্ত এই মেলা চলবে আগামী ৪ মে শনিবার পর্যন্ত।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনম ইশরাত নওরীন ইশা, জাহেদ এলাহী, জাহেদুল ইসলাম প্রমুখ।