কালো আইন বাতিল চাই

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ইফতার ও সংবর্ধনা সভায় বক্তারা

২১এপ্রিল বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ইফতার,মাহেরমজান শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান -১৯রমজান ২১এপ্রিল , বৃহস্পতিবার বিকেলে নগরীর কর্ণফুলী ইপিজেডস্থ কাসাব্লাংকা রেস্টোরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমানের সভাপতি ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের উপস্থাপক মোঃ আমিনুল হক শাহিনের সঞ্চলনায়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ক্রাইমইনভেস্টিগেটিভ সেল’র ইনচার্জ সিনিয়র সাংবাদিক মোঃ সাইদুর রহমান রিমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-দৈনিক আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ কামাল পারভেজ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএম এসএফ) এর যুগ্ন সম্পাদক-মোঃ সোহাগ আরেফিন,দৈনিক দেশ কালের বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ খোরশেদ আলম,চিটাগং ডেইলীডটকমের সিনিয়র প্রতিবেদক মুঃ বাবুল হোসেন বাবলা, চিটাগাং মডেল স্কুলের প্রতিষ্ঠা পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান,মহানগর বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাঃসম্পাদক মোঃ নুরুল ইসলাম,রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ বন্দর জোনের সাবেক সম্পাদক ও সাংবাদিক মোঃ রশিদুল হাসান শাহেদ। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওঃ মোঃ মহিউদ্দিন আল-কাদেরী, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব –সাংবাদিক মোঃ হাসান বিশ্বাস, অর্থ সচিব মোঃহায়দার আলী,জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক ভাইস প্রেসিডেন্ট এম. এন ইসলাম, দৈনিক মানবজমিন বাশঁখালী প্রতিনিধি সাংবাদিক মোঃ মহিউদ্দিন,শাহরিয়ার সুমন,জাকির হোসেন, লরেন্স বিশ্বাস,এমরান হোসেনএবং সংবর্ধিত ব্যক্তি বর্গের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এডঃ জানে আলমের কণ্যা এডভোকেট মিসেস ফারহানা আলম এনি । অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বলেন, সংবাদ পত্রের সাংবাদিক ও মিডিয়া-গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে কালো আইন বাতিল সহ সকল অনৈতিক আইন এবং সাংবাদিকদের টুটি চেপে ধরার ডিজিটার আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতার পথ খুলে দিতে দৃঢ় আহবান করেন। এছাড়া প্রধানমন্ত্রির ঘোষিত প্রনোদনা ও সাংবাদিক নির্যাতন বন্ধ এবং অপসাংবাদিক প্রতিরোধে সকল কে ঐক্যবদ্ধ থাকার বিশেষ অনুরোধ জানান। পরিশেষ বিশেষ মুনাজাত ওইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।