কৃষি জমি ভরাট চলছেই

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া জগৎ মোক্তার প্রকাশ ভিক্ষার বাড়ীর বাসিন্দ্বা রাম কৃষ্ণ দে বাড়ীর পাশে সরকারী খাসঁ জমিতে ধানের চাষাবাদ করতো । হঠাৎ গত কয়েকদিন পুর্বে রাম কৃষ্ণ দে সরকারী খাসঁ জমি মাটি ভরাট করে ঘরবাড়ী নির্মান করার প্রস্তুতি নিয়েছে । এ ব্যাপারে ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মিটু শীলকে ফোন করে জানতে চাইলে, মেম্মার মিটু শীল বলেন, কৃষি জমিতে মাটি ভরাট করার সংবাদ পেয়ে ভিক্ষার বাড়ী এলাকায় গিয়ে কৃষি জমিতে মাটি ভরাট না করার জন্য নির্দেশ দেয় রাম কৃষ্ণ দে ”কে । এ ব্যাপারে রাম কৃষ্ণ দে ” কে ফোন করে জানতে চাইলে রাম কৃষ্ণ দে বলেন, আমি আমার জমিতে মাটি ভরাট করছি । কৃষি জমি মাটি ভরাট করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে রামকৃষ্ণ দে কোন অনুমতি নেয়নি বলে জানান । এলাকার লোকজন অভিযোগ করে বলেন, রামকৃষ্ণ দে কৃষি জমি মাটি ভরাট করায় পানি চলাচলের পথ বন্দ্ব হয়ে গেছে । বর্ষার মৌসুমে বৃষ্টির পানি পাহাড়ী ঢলের শ্রোতের পানি চলাচলে প্রতিবন্দ্বকতা সৃষ্টি হয়ে জলবদ্বতা সৃষ্টি হওয়ার আশংকা দেখা দিয়েছে ।