নকশা অনুযায়ী নির্মাণ হয়নি ফসলরক্ষা বাঁধ

হবিগঞ্জের লাখাই উপজেলায় ধলেশ্বরী নদীর পাড়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি ইউনিয়ন পরিষদের (ইউপি) পিআইসি কমিটি। নকশা অনুসরণ না করায় বিপজ্জনকভাবে ফাটল দেখা দিয়েছে বাঁধটিতে।

এতে তলিয়ে যাওয়ার হুমকিতে পড়েছে হাওরের প্রায় আড়াই হাজার একর বোরো জমির ফসল।

খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে লাখাই উপজেলার কামালপুর এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে প্রায় ১২ লাখ টাকায় ৪০০ মিটার বাঁধ নির্মাণের দায়িত্ব পায় লাখাই ইউনিয়নের পিআইসি কমিটি। গত ১৫ মার্চ কাজ শেষ হওয়ার কথা। এরই মধ্যে কমিটিকে ৪ লাখ টাকা বিল পরিশোধ করেছে পাউবো।

মঙ্গলবার বাঁধটি পরিদর্শনে যান হবিগঞ্জের জেলা প্রশাসক। বেধে দেওয়া সময় এবং নকশা অনুযায়ী কাজ শেষ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। এ সময় আগামী সাতদিনের মধ্যে কাজটি শেষ করার জন্যও নির্দেশনা দেন জেলা প্রশাসক।

যোগাযোগ করা হলে, লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলী নূর বলেন, দায়িত্বপ্রাপ্তরা ট্রাক দিয়ে বাঁধটিতে মাটি ফেলছেন। এতে বিপজ্জনকভাবে ফাটল দেখা দিয়েছে। তবে নদীর গভীরতা অনুযায়ী অপ্রতুল বরাদ্দ হওয়ায় এমনটি হয়ে থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, বাঁধটি ভেঙে গেলে কামালপুর হাওরের প্রায় আড়াই হাজার একর বোরো জমি তলিয়ে যাবে। এতে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বাঁধ নির্মাণে অনিয়ম হয়ে থাকলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী মো. শাহানেওয়াজ তালুকদার বলেন, বাঁধ নির্মাণ কাজে নকশা অনুসরণ করা হয়নি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে ২০ দিন আগে। অথচ মাত্র ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আরও ৭৫ বস্তা জিও ব্যাগ ফেলে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য পিআইসি কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমদ জানান, এক মাস আগেই ভালভাবে কাজ শেষ হয়েছিল। এখন ফাটল দেখা দেওয়ায় জিও ব্যাগ ফেলে মেরামত করা হচ্ছে। পরিষদের সদস্য মো. রমজান আলী পিআইসি কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।