চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে কেক কাটা

চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে ১৭ মার্চ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে সেমিনার হলে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরকারের সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সাবিহা নাহার বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ থেকে ১০২ বছর আগে বাঙ্গালী জাতির ভাগ্য নির্ধারিত হয়েছিল এদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের মধ্য দিয়ে। তিনি তার সারা জীবনের মেধা, শ্রম এবং বুদ্ধি দিয়ে এদেশের মানুষের জন্য একটি পতাকা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু খেতাব অর্জন করেন। তার কর্ম ও কৃর্তি যতদিন বাঙ্গালী জাতি বেছে থাকবে ততদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন। শিশুদের প্রতি ভালবাসাকে শ্রদ্ধা জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ  হাসিনা এই দিবসটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন। তিনি মায়েদেরকে পরিবার থেকে শিশুদের শিক্ষার প্রতি যতœ নেবার পরামর্শ দেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন উইম্যান চেম্বার সদস্য ফারহানা আফরোজ জেনিফার। বঙ্গবন্ধুর জীবনের নানা র্কীর্তি নিয়ে আলোচনায় অংশ নেন চিটাগাং উইম্যান চেম্বার পরিচালক রেবেকা নাসরিন, সাবিনা কাইয়ুম সদস্য শিরিন আক্তার শিল্পী, পারভীন আক্তার, আনোয়ারা শাহরিয়ার রিনু, সারাহ তানভী, সুবর্ণা দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উইম্যান চেম্বার সদস্য সিতারা রহমান। সবশেষে কেক কেটে সমবেতভাবে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন করা হয়।