রোয়াংছড়ি খালের উপর নির্মিত সেতু উদ্বোধনের অপেক্ষায়

বান্দরবানের তারাছা হয়ে রোয়াংছড়ি উপজেলাকে সংযুক্ত করেছে স্বপ্নের এ সেতু। রোয়াংছড়ি খালের উপর নির্মিত বহুল প্রত্যাশিত সেতুটি এখন উদ্বোধনের প্রহর গুনছে স্থানীয় বাসিন্দরা। সৌন্দর্যবর্ধণ কাজ শেষ হওয়ায় লাল-সাদা রঙের চাকচিক্য সেতু প্রতিদিন মানুষের নজর কাড়ছে। সেতুটি নির্মাণের ফলে দূর্গম এলাকার আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত জনসাধারণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং যোগাযোগ ক্ষেত্রে নতুন অধ্যয়ের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষে বান্দরবান জেলা সদরের শেষ সীমানা কালাঘাটা-ছাইংগ্যার সাথে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নকে যুক্ত করেছে এ সেতু। এতে করে দুইপারের তালুকদারপাড়া, রাতাঝিরি, বৈদ্যপাড়া, মিনাইপাড়া, মংনাইপাড়া, নোয়াপতংমুখ তারাছা মুখসহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষের সহজ যোগাযোগ করতে পারবে। তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা জানান, এলজিইডির সেতুটি উদ্বোধন হলে মানুষের যাতায়াত ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটবে। তাদেরকে আর কষ্ট করে নৌকা দিয়ে চলাচল করতে হবে না। সেতুর পাশাপাশি দুইপারের সড়ক নির্মাণ কাজ শেষ হলে মানুষের জীবন-মানের অনেক উন্নতি হবে। বেড়ে যাবে জমির দাম। দুর্গম এলাকার উন্নয়নের স্বার্থে পার্বত্যমন্ত্রী এ সেতু নির্মাণে উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা তারপ্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে রোয়াংছড়ি এলজিইডি দপ্তর সূত্রে জানা যায়, ২০১৯-২১ অর্থ বছরে ৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৯৯.১০ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ বাস্তবায়ন করেছে এলজিইডি। সেতুটির ফলে তারাছা-রোয়াংছড়ি উপজেলার সঙ্গে দূরত্ব কমবে। বর্তমানে তারাছার মানুষ রোয়াংছড়ি উপজেলা সদর এবং নদী পথ ব্যবহার করে থাকে।