‘কেরোসিন বাতি থেকে ঘরে আগুন লেগে’ দুইজন নিহত

বান্দরবানের আলীকদম উপজেলায় ‘কেরোসিন বাতি থেকে ঘরে আগুন লেগে’ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন। উপজেলার কলারঝিরি এলাকায় মঙ্গলবার রাতে তারা মারা যান বলে জানান আলীকদম থানার ওসি নাছির উদ্দিন সরকার। নিহত রেংনং ম্রো (৩৬) আলীকদম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লাংরি পাড়ার কারবারি দররুই ম্রোর ছেলে ও একই পাড়ার মানপু ম্রোর ছেলে রিংরাও ম্রো। আহত মেনরাই ম্রোকে (৪২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ওয়ার্ডের সদস্য সুইচামং ম্রো বলেন, “কলারঝিরি এলাকার লাংরি পাড়ায় মঙ্গলবার রাতের কোনো একসময় কুপির বাতি থেকে ঘরে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, তারা রাতে মদপান করে ঘুমিয়ে পড়েছিলেন। অসচেতন অবস্থায় কুপির বাতিতে হাত লেগে ঘরে আগুন ধরে যায়।
“তারা পুরোপুরি দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছেন।”
তাছাড়া মেনরাইয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, সকালে তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।পুড়ে যাওয়া ঘর পাড়া থেকে দূরে হওয়ায় পাড়াবাসীরা আগুন লাগার ঘটনা টের পায়নি বলে জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। ওসি নাছির বলেন, “নিহত দুইজনেরই শরীর আগুনে মারাত্মকভাবে পুড়ে গেছে। এ কারণে লাশ নিয়ে আসা সম্ভব হয়নি।” এ ব্যাপারে থানায় একটা অপমৃতু মামলা হবে বলে তিনি জানান।