টোঙ্গার আগ্নেয়গিরির বিস্ফোরণ ছিল পরমাণু বোমা থেকে কয়েকশ’ গুন শক্তিশালী

    টোঙ্গায় আগ্নেয়গিরির উদগিরণ ছিল জাপানের হিরোশিমায় ফেলা পরমাণু বোমার থেকেও কয়েকশ’ গুন বেশি শক্তিশালী। মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের নিচে যে বিস্ফোরণ হয়েছে তাতে একটি দ্বীপ পুরোপুরি তলিয়ে গেছে। এই দ্বীপটি টোঙ্গার রাজধানী নুকুআলোফার উত্তর দিকে অবস্থিত ছিল। এ খবর দিয়েছে বিবিসি।

    খবরে জানানো হয়, আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উঠলে যে সুনামি ও ছাইয়ের মেঘ সৃষ্টি হয় তাতে টোঙ্গার ৫ ভাগের ৪ ভাগ মানুষই ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতে নিহত হয়েছেন অন্তত ৩ জন। ২০১৫ সালে সেখানে একটি নতুন দ্বীপ জেগে উঠেছিল। যা এবার আগ্নেগিরি সক্রিয় হয়ে উঠলে হারিয়ে যায়। নাসা জানিয়েছে, নতুন দ্বীপটিতো ডুবে গেছেই সঙ্গে আগের দ্বীপেরও একটি বিশাল অংশ হারিয়ে গেছে।।