অপহরনের ২মাস পর অপহৃত শিক্ষার্থীসহ অপহরনকারী আটক

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জৈনক প্রবাসীর কন্য নবম শ্রেনীর শিক্ষার্থীকে গত ২০২১ সালের ১ ডিসেম্বর ফুসলিয়ে কৌশলে অপহরন করে নিয়ে যায় রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের খলিলাবাদ এলাকার জানে আলম চৌধুরীর বাড়ীর শিক্ষক সৈয়দুল আনোয়ারের পুত্র সিএনজি চালক মোং সায়মন ইসলাম। এ ঘটনার পর অপহৃত শিক্ষার্থীর মাতা বাদী হয়ে রাউজান থানায় অপহরনকারী মোঃ সয়মন ইসলামের বিরুদ্বে রাউজান থানায় মামলা দায়ের করেন । মামলা দায়ের করার পর পুলিশ তদন্ত চালিয়ে এক মাস উনিশ দিন পর গত ১৯ জানুয়ারী বুধবার সকালে মোবাইল ট্যকিং ও গোপন সংবাদের ভিত্তিত্বে জয়পুর হাট জেলার আক্কেলপুর থানার রেল ষ্টেশন সংগল্ন জৈনক রকিবুল আলম মাষ্টারের বাসা থেকে ভিকটিমকে উদ্বার ও অপহরনকারী মোঃ সয়মন ইসলামকে আটক করে। রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, অপহৃত শিক্ষার্থীকে পরিক্ষার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করে ভিকটিমকে আদালতে নিয়ে যায় গতকাল ২০ জানুয়ারী বৃহস্পতিবার সকালে । একই সাথে অপহরনকারী মোঃ সায়মন ইসলামেকে আদালতে সোর্পদ করা হয়েছে ।