চবি উপাচার্যের সাথে চবি শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ ২০ জানুয়ারি ২০২২ দুপুর ১২:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, সহ-সভাপতি প্রফেসর আবদুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাং জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, যুগ্ম-সম্পাদক জনাব এস.এ.এম. জিয়াউল ইসলাম, সদস্য প্রফেসর ড. নাজনীন নাহার ইসলাম, জনাব সৈয়দা করিমুন্নেছা, জনাব মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, জনাব হোছাইন মোহাম্মদ ইউনুছ সিরাজী উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য শিক্ষক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, চবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের মর্যাদাশীল একটি সংগঠন। একাডেমিক, প্রশাসনিক ও জ্ঞান-গবেষণার সার্বিক উন্নয়নে চবি শিক্ষক সমিতির রয়েছে অনন্য ভূমিকা। শিক্ষক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের প্রজ্ঞা, বিচক্ষণতা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রমকে এগিয়ে নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।