সুনামিতে বিপর্যস্ত টোঙ্গাতে পৌঁছেছে ত্রাণবাহী প্রথম বিদেশি বিমান

সুনামিতে বিপর্যস্ত টোঙ্গাতে পৌঁছেছে ত্রাণবাহী প্রথম বিদেশি বিমান। নিউজিল্যান্ড জানিয়েছে, তাদের সামরিক বিমান টোঙ্গার প্রধান বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। এর আগেও দেশটি একাধিকবার ত্রাণ পাঠানোর চেষ্টা করলেও বিমানবন্দরের রানওয়ে ছাইয়ে ঢেকে থাকায় তা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়াও জানিয়েছে, তাদের ত্রাণবাহী বিমান টোঙ্গায় সফলভাবে নামতে পেরেছে।

বিবিসির খবরে জানানো হয়, গত শনিবার প্রশান্ত মহাসাগরের তলদেশে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হলে ছাইয়ে ঢেকে যায় টোঙ্গা। একইসঙ্গে সেখানে আঘাত হানে শক্তিশালী সুনামিও। এতে দ্বীপ রাষ্ট্রটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বিশ্ব থেকে। আগ্নেয়গিরি থেকে বেড়িয়ে আসা ছাই আকাশে প্রায় ২০ কিলোমিটার উঁচুতে পৌঁছে যায়। ছেয়ে যায় টোঙ্গার প্রধান দ্বীপগুলোও।

ফলে বাইরে থেকে দেশটিতে সাহায্য পাঠানো সম্ভব হচ্ছিল না। অবশেষে কর্মীরা বিমানবন্দরের ছাই পরিস্কার করতে সক্ষম হলে বৃহস্পতিবার প্রথম ত্রাণ পৌঁছায় দেশটিতে।