চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে মানববন্ধন

>>মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।
কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) বিভিন্ন দাবি বাস্তবায়নে মানববন্ধন করা হয়েছে মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। বিএসপিআই ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর অনুশাসন প্রাপ্ত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত সারসংক্ষেপের আলোকে “স্কিল এ্যান্ড ট্টেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)” শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের চাকুরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তর ও ১৮ মাসের বকেয়া ভাতাদির দাবিতে এই মানববন্ধন করা হয়েছে। ইনস্ট্রক্টর সঞ্জীবন চন্দ দে’র সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন কমিটির প্রতিনিধি অমর জ্যোতি চাকমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির আহবায়ক, ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ আইডিইবি (জেনিক) কাপ্তাইয়ের প্রকৌশলী আবদুল আলী। তিনি বলেন,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে উন্নত রাষ্ট্রের দিকে। পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে একের পর এক মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। সেখানেই খোদ শিক্ষকরাই অবহেলিত। প্রধানমন্ত্রী যাদের নিয়ে স্বপ্ন দেখেন তারাই বেতন পাচ্ছে না। তাই ৭৭৭ জন শিক্ষকের চাকরি রাজস্বখাতে দ্রুত স্থানান্তরসহ ১৮ মাসের বেতন বকেয়া বাস্তবায়নের দাবি জানান প্রধানমন্ত্রীর নিকট।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রাফ ইনস্ট্রাক্টর বিউটি বিশ্বাস, বাকাছাপ প্রতিনিধি মোঃ খোকন, ক্রাফ ইনস্ট্রক্টর মোঃ দেলোয়ার হোসেন ও ক্রাফ ইনস্ট্রাক্টর নুরুজ্জামান প্রমুখ। এব্যাপারে যোগাযোগ করা হলে বিএসপিআই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামাল হোসেন জানান, আন্দোলনকারীদের দাবি যুক্তিযুক্ত। তাদের দাবি অনেক পুরনো। এবং তাদের বয়সও শেষ পর্যায়। তাই উর্দ্ধতন মহল তাদের এই দাবি বাস্তবায়ন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়ন করা না হলে সামনে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারী উচ্চারন করেন তারা ।