আন্দোলনরত শাবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন আওয়ামী লীগ নেতারা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ক্যাম্পাসে গেছেন আওয়ামী লীগ নেতারা। বেলা ১টার দিকে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে সিলেটের নেতারা ক্যাম্পাসে যান।

এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ধৈর্য ধারণের আহবান জানান। পরে তারা হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলেন।

এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থী ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে। এ সময় শিক্ষার্থীরা জানিয়েছে- ভিসির পদত্যাগ না পর্যন্ত তারা হলে ফিরবে না।
রোববার সন্ধ্যায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর থেকে ভিসির পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে তারা বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটক বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে।