সুরমা নদীতে জেলের জালে ধরা পড়লো ১২০ কেজি ওজনের বাঘাইড়

সিলেটের সুরমা নদীতে জেলের জালে ধরা পড়লো ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে মাছটি নগরের কাজিরবাজারে বিক্রির জন্য তোলা হয়। জানা গেছে, মঙ্গলবার (১১ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে সুরমা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। মাছটির দাম হাঁকানো হচ্ছে ১ লাখ ৫০ হাজার টাকা। তবে একক ক্রেতা না পেলে মাছটি কেটে বিক্রি করা হবে।

বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাজিরবাজার এলাকার মাছ বিক্রেতা মো. বেলাল মিয়া।

সরেজমিনে দেখা যায়, বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে স্থানীয় লোকজন বাজারে ভিড় করছেন। অনেকেই আবার মাছটি ছুঁয়েও দেখছেন।

সিলেটের আম্বরখানা থেকে আসা এক ব্যবসায়ী কাওসার আহমদ বলেন, বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে খবর পেয়ে দেখতে এসেছি।

মাছ বিক্রেতা বেলাল মিয়া বলেন, বিশালাকারের বাঘাইড় মাছটি মঙ্গলবার (১১ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে সিলেট সুরমা নদীতে ধরা পড়ে। পরে লামাকাজি বাজারের এক জেলের কাছে থেকে মাছটি তিনি কিনে এনেছেন।

কত টাকায় মাছটি কিনে এনেছেন এমন প্রশ্নের জবাবে মাছ বিক্রেতা বেলাল বলেন, মাছটি ৮৫ হাজার টাকায় কেনা। সে অনুপাতে বিক্রির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে। ১ লাখ ২০ হাজার টাকা পেলে মাছটি তিনি বিক্রি করে দেবেন বলেও জানান বেলাল।

বেলাল আরও বলেন, মাছটি বিক্রি করতে না পারলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বাজারে প্রতিকেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হবে।